গোবিন্দগঞ্জ পৌর আওয়ামী যুবলীগের উদ্যোগে বানভাসিদের মাঝে ত্রান বিতরণ

গাইবান্দা জেলার গোবিন্দগঞ্জ পৌর যুবলীগ আহবায়ক কমিটির উদ্যোগে পৌরসভার ০১ও ০২ নং ওয়ার্ডের বানভাসি ক্ষতিগ্রস্ত অসহায় দরিদ্র ৪'শ পরিবারের মাঝে শুকনা খাবার,স্যালাইন সামগ্রীর ত্রান বিতরণ করা হয়েছে।আজ সকাল ১১টায় এ ত্রান বিতরণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ সভাপতি তাহেদুল ইসলাম রকেট, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ঠান্ডু, পৌর যুবলীগ আহবায়ক জাহাঙ্গীর আলম মিন্টু, যুগ্নঃ আহাবয়ক জাহাঙ্গীর আলম জাফু, যুগ্নঃ আহবায়ক সোহেল প্রধান,যুগ্নঃ আহবায়ক মশিউর রহমান বিপ্লব,যুগ্নঃ আহবায়ক আহবায়ক আব্দুস সোবাহান মুন্নু,যুগ্নঃ আহবায়ক আরিফুল ইসলাম রতন প্রধান,যুগ্নঃ আহবায়ক আলামিন,যুগ্নঃ আহবায়ক ওহাব,আব্দুস সালাম মাষ্টার, এ্যাডভোকেট রাসেদ মুন,উপজেলা ছাত্রলীগের যুগ্নঃ আহবায়ক বাবুল ইসলাম স্থানীয় যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রমুখ।