মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে পঞ্চগড়ে র্যালী ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

‘নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ্য থাকি’ শ্লোগানে পঞ্চগড়ে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে র্যালী ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীতে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এহেতেশাম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল মান্নানসহ জেলা পর্যায়ের কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। র্যালী শেষে কালেক্টরেট চত্বরে পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কর্মসূচি উদ্বোধন করা হয়।
এর আগে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চত্বরে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন সংসদ সদস্য মজাহারুল হক প্রধান। এসময় সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক, নারী ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিনসহ উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।