পঞ্চগড়ে সাত বছরের শিশুর উপর ধারালো অস্ত্রের আঘাতের অভিযোগ

পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউপির খুনিয়াপাড়া গ্রামের আফ্রিদি নামে সাত বছরের এক শিশুর উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগ উঠেছে। এতে ওই শিশুর বাম হাতের একটি আঙ্গুল বিচ্ছিন্ন হওয়ার উপক্রম। পরিবারসহ স্থানীয়দের সন্দেহ ছেলেধরা শিশুটির উপর হামলা করে পালিয়েছে।
আহত শিশুর পরিবার সূত্র জানায়, গত বুধবার রাত সাড়ে ১০ টায় ওই গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী রত্না বেগম শোবার ঘরে ছেলে আফ্রিদি (৭) ও আরাফাতকে (৩) রেখে দরজায় তালা দিয়ে পাশের ঘরে টিভি দেখছিলেন। কিছুক্ষণ পর ঘরে ছেলেদের চিৎকার শুনে মা রত্না ও আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করেন। এক পর্যায়ে প্রতিবেশিসহ অন্যরা দরজা ভেঙে দেখেন শিশুটির হাত থেকে রক্ত ঝরছে। আহতাবস্থায় শিশু আফ্রিদিকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন তারা। পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই পরিবারের লোকজন শিশুটিকে রংপুর নিয়ে যায়। এ ঘটনায় শিশুটির পরিবারসহ স্থানীয়দের মাঝে ছেলেধরা আতঙ্ক দেখা দিয়েছে।
প্রতিবেশি মোফাজ্জল হোসেন বলেন, শিশু এবং তার মায়ের চিৎকার শুনে আমরা দরজা ভেঙে দেখি আফ্রিদির হাত থেকে রক্ত ঝরছে। একটি আঙ্গুল প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। এ সময় শিশুটি আমাদের জানায়, একটি লোক তার মুখে টর্চ লাইট জ্বালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কোপ দিয়ে ঘরের কোণ ভেঙ্গে পালিয়ে গেছে। আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসি।
আহত শিশুর বাবা জাহাঙ্গীর আলম বলেন, আমার কোন শত্রু নেই। দুই শিশুই ঘরে ঘুমিয়ে ছিল। কে আমার শিশুর উপর অতর্কিত হামলা করে পালিয়ে গেছে আমার জানা নেই।
সদর থানা পুলিশের ওসি আবু আক্কাস আহামেদ বলেন, খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে ছেলেধরার আক্রমণ বা পালিয়ে যাওয়ার কোন আলামত পাওয়া যায়নি। তবে কিভাবে এমন ঘটনা ঘটলো আমরা খতিয়ে দেখছি।