জাতীয় কুস্তি প্রতিযোগিতায় রৌপ্যসহ তিনটি পদক পেয়েছে পঞ্চগড়ের মেয়েরা
বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশন আয়োজিত ২৬ তম জাতীয় জুনিয়র (বালক ও বালিকা) কুস্তি প্রতিযোগিতায় পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থার দল একটি রৌপ্য ও দুইটি ব্রোঞ্জ পদক পেয়েছে।
পদকপ্রাপ্তরা হলো ৪৯ কেজিতে মোছাঃ স্মৃতি রৌপ্য এবং ৪০ কেজিতে মোছাঃ সুমি ও ৪৬ কেজিতে নিকিতা দাস ব্রোঞ্জ পদক পেয়েছে।
গত ২৩ ও ২৪ জুলাই বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন স্টেডিয়ামে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সারাদেশ থেকে ৮টি ওজন ক্যাটাগরিতে ১৪৭ জন বালক বালিকা অংশ নেয়। গত ২৪ জুলাই সমাপনী দিনে বিজয়ীদের মাঝে পদক বিতরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আব্দুল্ল্যাহ আল ইসলাম জ্যাকব, এমপি।
পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও কুস্তি কোচ আব্দুল্লাহ আল মামুন বাবু ১০ সদস্য বিশিষ্ট কুস্তি টিমের নেতৃত্ব দেন।