জয়পুরহাটে ইউপি সদস্য উপ-নির্বাচেন ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন
জয়পুরহাট সদর উপজেলার মোহাম্মাাবাদ ইউনিয়নের ২ নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে উপ নির্বাচনের ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন শুরু হয়েছে। সকাল ৯টা থেকে শুরু হয়ে এ ভোট গ্রহন চলবে বিকেল ৫টা পর্যন্ত।এ নির্বাচনের প্রার্থী তালা মার্কায় মাহফুজার রহমান, টিউবওয়ের মার্কায় আনোয়ার হোসেন ও ফুটবল মার্কায় রফিকুল ইসলাম প্রতিদ্বন্দিতা করছে। মোট ভোটার রয়েছে ১ হাজার ৪ শ ৫৯ জন ।
এ ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য হোসেন কাজী গত উপজেলা পরিষদের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করার জন্য সদস্য পদ থেকে পদত্যাগ করায় নানা উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে জেলায় প্রথম ইভিএম পদ্ধতিতে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।এদিকে যে কোন অপৃতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর সদস্য।
সকালে নির্বাচন পরিদর্শন করতে যান জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির পিপিএম।এ সময় সাথে ছিলেন জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ সিদ্দিকুর রহমান, ওসি (তদন্ত) মমিনুল হক।

জয়পুরহাট প্রতিনিধি