আত্রাইয়ে মশক নিধন ও পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক র্যালী
নওগাঁর আত্রাইয়ে “নিজ আঙ্গিনা পরিস্কার রাখি,সবাই মিলে সুস্থ্য থাকি” শীর্ষক দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহের অংশ হিসাবে উপজেলা প্রশাসন ও পরিষদ কর্তৃক আয়োজিত সর্বসাধারণের সচেতনতা বৃদ্ধিকল্পে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা আমচত্ত্বর হতে বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে । এতে নেতৃত্বদেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম।পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম,আত্রাই থানা ওসি মো. মোসলেম উদ্দিন,ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী, আফছার আলী, আব্দুল মান্নান মোল্লা, শফিকুল ইসলাম বাবু, জানবক্্র সরদার, আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ।