মরহুম এরশাদের রুহের মাগফেরাত কামনা করে কাহালুতে জাতীয় পার্টির দোয়া মাহফিল
বৃহস্পতিবার বাদ আসর বগুড়ার কাহালু রেলওয়ে স্টেশন জামে মসজিদে কাহালু উপজেলা ও পৌর জাতীয় পার্টির এবং অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং জাতীয় সংসদের বিরোধী দলীয়নেতা মরহুম আলহাজ্ব হুসেইন মোহাম্মাদ এরশাদ এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি বগুড়া জেলা কমিটির সহ-সভাপতি হাজী নুরুল আমিন (বাচ্চু), জাতীয় পার্টি কাহালু উপজেলা শাখার সভাপতি ইব্রাহীম আলী (ধলু), সাধারণ সম্পাদক শাহিন সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন, জাতীয় পার্টি কাহালু পৌর শাখার ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম (মুকুল), সাধারণ সম্পাদক খোরশেদ আলম (জেম্স), জাপানেতা আইয়ুব আলী সরদার, সাহিদুল ইসলাম (শাহিন), আজিজার রহমান, ফেরদৌস, আব্দুল হক, আইয়ুব আলী, ওমর আলী, জাতীয় ছাত্র সমাজ কাহালু উপজেলা শাখার আহবায়ক গোলাম মোর্শেদ, জাতীয় স্বেচ্ছাসেবক পাটির কাহালু উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি জাহিদ, জাতীয় স্বেচ্ছাসেবক পাটির কাহালু পৌর শাখার প্রতিষ্ঠাতা ফুরহাদ সরদার সহ কাহালু উপজেলা, পৌর ও ইউনিয়ন জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

কাহালু (বগুড়া) প্রতিনিধি