শান্তিপূর্ণ ভাবে শেষ হলো কাহালুর উপজেলার ২টি ইউনিয়ন পরিষদের সদস্য পদে উপ-নির্বাচন

শান্তিপূর্ণ ভাবে শেষ হলো বৃহস্পতিবার বগুড়ার কাহালু উপজেলার মুরইল ও জামগ্রাম ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য পদে উপ-নির্বাচন। মুরইল ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য পদে উপ-নির্বাচনে ৮ শত ৫৯ ভোট পেয়ে সোহাগ ফকির নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দি প্রার্থী ছিলেন আনিছার রহমান পেয়েছেন ৫ শত ১১ ভোট। জামগ্রাম ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য পদে উপ-নির্বাচনে ১ হাজার ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোশারফ হোসেন। তার প্রতিদ্বন্দি প্রার্থী ছিলেন আব্দুস সাত্তার শেখ পেয়েছেন ৫ শত ৬১ ভোট। পাইকড় ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে বিনা- প্রতিদ্বন্দিতায় ইউ পি সদস্য নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষক সোলাইমান আলী। কাহালু উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার মোঃ আব্দুর রশিদ জানান, মুরইল ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে শুধুমাত্র ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহন করা হয়েছে এবং জামগ্রাম ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ব্যালট এর মাধ্যমে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।