পোরশায় গুজবে কান না দিতে উপজেলা প্রশাসনের মাইকিং

নওগাঁর পোরশায় ছেলে ধরা গুজবে কান না দিতে মাইকিং করেছে উপজেলা প্রশাসন।আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই মাইকিং করা হয়েছে। মাইকিংয়ে বলা হয় সম্প্রতি পদ্মা সেতু নির্মাণে রক্ত কিংবা মাথা লাগবে বলে যে গুজব ছড়ানো হয়েছে বা হচ্ছে তা সম্পূর্ণ রূপে মিথ্যা ও ভিত্তিহীন। একটি স্বার্থান্বেসী মহল সরকারী উন্নয়ন বাধাগ্রস্থ এবং দেশকে অস্থিতিশীল করার হীন উদ্দ্যেশ্য নিয়ে এ ধরণের অপপ্রচার চালিয়ে যাচ্ছে। বিষয়টি সম্পূর্ণ গুজব হওয়ায় এ বিষয়ে উদ্বিগ্ন না হওয়ার জন্য অবিভাবক ও শিক্ষার্থীদের অনুরোধ জানানো হয়েছে। এর আগে বুধবার উপজেলা প্রশাসনের ফেসবুক আইডি থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হামিদ রেজা একটি সতর্কতামূলক গণবিজ্ঞপ্তি প্রচার করেন। সেখানেও চলমান গুজবে কান না দিয়ে কোমলমতি শিশুদের নিজ নিজ বিদ্যালয়ে পাঠানোর অনুরোধ করা হয় এবং এলাকায় অচেনা কোন ব্যাক্তিকে সন্দেহ হলে বা চোখে পড়লে গণপিটুনি না দিয়ে স্থানীয় পুলিশ প্রশাসনকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।