মেহেরপুরে গুজব ও মাদকবিরোধী সমাবেশ

মেহেরপুরে গুজব, জঙ্গী ও মাদকের বিরুদ্ধে রুখে দাড়াতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে শহরের কমিউনিটি সেন্টারে এ সমাবেশের আয়োজন করে জেলা কমিউনিটি পুলিশ। প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগের রেঞ্জ ডিআইজি ডঃ খঃ মহিদ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আতাউল গনি। সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম.এ খালেক, সদর উপজেলা চেয়ারম্যান অ্যা. ইয়ারুল ইসলাম, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।
প্রধান অতিথির বক্তব্যে ডঃ খঃ মহিদ উদ্দিন বলেন, গুজব ও মাদক একটি সমাজকে ধ্বংশ করে দিতে পারে। বিশেষ করে মাদকের কারণে তরুণ প্রজন্ম আজ হুমকির মুখে। এখনই প্রতিরোধ করতে না পারলে আগামী তরুণ প্রজন্ম প্রতিবন্ধী শিশু জন্ম দেবে। পাশাপাশি অনেকেই সন্তান দিতে ব্যার্থ হবে। তাই এখনই প্রতিটি অভিভাবককে সচেতন হতে হবে।