গোবিন্দগঞ্জে লায়ন কাবের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে লায়ন কাব অব ইন্টারন্যাশনাল জেলা- ৩১৫, এ-১ এর উদ্যোগে আজ বৃহস্পতিবার বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে ত্রান বিতরন করেন লায়ন কাব অব ঢাকা ইউনিক গ্রীন, জেলা- ৩১৫, এ-১ এর প্রেসিডেন্ট ও চতরা বিঞ্জান ও কারিগরি কলেজের অধ্যক্ষ আব্দুর রব প্রধান। এ সময় অন্যান্যের মধ্যে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ কে এম মেহেদী হাসান, লায়ন সুরাইয়া কাউছারী মনি, লায়ন মাকছুদা বেগম, লায়ন জামাত মন্ডল, কোচাশহর ইউপির চেয়ারম্যান মোশাররফ হোসেন, শালমারা ইউপির চেয়ারম্যান আয়ুব হোসেন সহ লিও সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন । কোচাশহর ও শালমারা ইউপির বিভিন্ন স্থানে ৪৫০ পরিবারের মাঝে ত্রান হিসাবে চাল, ডাল,চিড়া, গুড়, আলু, তৈল, খাবার স্যালাইন, বিশুদ্ধ পানি ও বিস্কুট সহ প্রায় ১৫ কেজি ওজনের একটি করে প্যাকেট দেয়া হয়।