হিলি সীমান্তে ৩ শিশু-কিশোর রোহিঙ্গা আটক
দিনাজপুরের হিলি সীমান্তে তিনজন শিশু-কিশোর রোহিঙ্গাকে আটক করেছে হিলি-হাকিমপুর থানা পুলিম। ভারতে হিলি সীমান্ত দিয়ে অবৈধ্য ভাবে যাবার উদ্দেশ্যে আসা এই রোহিঙ্গা তিন শিশু-কিশোরকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১০ টায় সীমান্তবর্তী সিপি রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- নুর মোহাম্মদের ছেলে সৈয়দ আমিন (১১), গণি মিয়ার ছেলে একরাম হোসেন (১২), এবং নুরইসলামের ছেলে ইউনুস আলী (১৬)। এরা সকলেই উখিয়ার পুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে থাকে।
হাকিমপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারকৃত রোহিঙ্গা তিন শিশু-কিশোর কাজের সন্ধানে ভারতে যাবার উদ্দেশ্যে কক্সবাজারের পুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে বাস যোগে হিলিতে আসে। বৃহস্পতিবার রাতে সীমান্তবর্তী সিপি রোড এলাকায় ঘুরাঘুরি করার সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে সিপি রোড এলাকা থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত রোহিঙ্গা কিশোরদের আদালতের মাধ্যমে কক্সবাজারের পুতুপালং রহিঙ্গা ক্যাম্পে পাঠানো।