ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন: সাপাহারে চাচাকে পরাজিত করে ভাতিজার বিজয়

নওগাঁর সাপাহার উপজেলার ৪নং আইহাই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের উপ- নির্বাচনে অনুষ্ঠিত ভোট যুদ্ধে অবশেষে চাচাকে পরাজিত করে ভাতিজা বিজয় লাভ করেছে।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৯নং ওয়ার্ডের মালিপুর মানিকপীর দাখিল মাদ্রাসা কেন্দ্রে এই ভোট গ্রহণ চলে। ৯নং ওয়ার্ডের উপ-নির্বাচনে প্রায়ত ইউপি সদস্য আনিছুর রহমনের বড় ছেলে জাহাঙ্গীর আলম (ফুটবল) প্রতীকে ৭৩৪ ভোট পেয়ে ইউপি সদস্য পদে জয়লাভ করেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আপন চাচা আবুল হোসেন (মোরগ) মার্কা প্রতীকে পেয়েছেন ৫৬৩ ভোট। উল্লেখ্য যে ওই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৪শ ৫০জন, মোট ১২শ ৯৭জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করেছেন।
অপর দিকে একই দিনে উপজেলার শিরন্টি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডেরও উপ-নির্বাচনে তাঁতইর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহন করা হয়। ওই ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ২ হাজার ৫শ ৫৪ জন। নির্বাচনে ১হাজার ৮শ ৯৫ জন ভোটার গোপন ব্যালটের মাধ্যেমে তাদের ভোটাধীকার প্রয়োগ করেন। উক্ত নির্বাচনে ইউপি সদস্য পদে ফজলুর রহমান মোরগ প্রতীকে ১হাজার ২৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মাওলানা মো: সামশুদ্দীন রহমান টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৮শ ৫১ ভোট। ওই কেন্দ্রে মোট ১৫টি ভোট বাতিল বলে গন্য হয়েছে। সাপাহার উপজেলার ৪নং আইহাই ইউনিয়নের ৯নং ওয়ার্ড ও ৬নং শিরন্টি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উপ- নির্বাচন অত্যান্ত শান্তিপুর্ন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন চলাকালে আইনশৃংঙ্খলা বাহিনীর টহল বেশ জোরালো ভাবে চোখে পড়েছে। ভোট চলাকালিন ও ভোট গননা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনা সৃষ্ঠি হয়নি। শন্তিপূর্নভাবেই দু’টি ইউনিয়নের দুই ওয়ার্ডে শান্তিপূর্নভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে।