শিক্ষিত ও সবল জাতী গঠনে লেখা পড়ার পাশাপশি খেলাধুলার বিকল্প নেই: খাদ্যমন্ত্রী
নওগাঁ-১আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার বলেছেন শিক্ষিত ও সবল জাতী গঠনে লেখা পড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। বঙ্গবন্ধুর স্বপ্নছিল দেশ স্বাধীনের পর বাঙ্গালী জাতীকে শিক্ষিত ও সবল জাতী হিসেবে গড়ে তোলা। তার সেই স্বপ্ন পূরণ হতে দেয়নি বাংলার কিছু স্বার্থন্বেষী বেঈমান তারা বঙ্গবন্ধুকে নির্মমভাবে স্ব-পরিবারে হত্যা করে তার স্বপ্নগুলি নিভে দিতে চেয়ে ছিল কিন্তু আজ বঙ্গবন্ধু না থাকলেও তার স্বপ্নগুলি পূরণ করতে তার যোগ্য কন্যা শেখ হাসিনা সদা প্রস্তুত। বঙ্গবন্ধুর সকল স্বপ্ন পূরনে আমরা সকলে এক যোগে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
শুক্রবার সকাল ১০টায় সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা উপলক্ষে অনুষ্ঠিত বিজয়ী দলের মধ্যে ক্রেষ্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে কথাগুলি বলেন।
উপজলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজন ও উপজেলা নির্বাহী অফিসার কল্যান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, অতিরিক্ত দায়িত্বেথাকা সহকারী ভুমি কমিশনার সোহরাব হোসেন ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল আলম, খাদ্য মন্ত্রীর ছোট মেয়ে তৃণা মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। এর পর উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজ সেবা অফিস কর্তৃক আয়োজিত সামাজিক নিরাপত্ত বেষ্টনী কর্মসূচীর আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২০১৮-১৯অর্থ বছরের নতুন তালিকা ভুক্ত বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা বহি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন।

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি