আলোকিত বগুড়া’র সীমাবাড়ী ইউনিয়ন শাখার বৃক্ষরোপণ কর্মসুচি পালন

শুক্রবার সকাল ১১ টায় বগুড়া শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নে আলোকিত বগুড়ার সীমাবাড়ী ইউনিয়ন শাখার বৃক্ষরোপণ কর্মসুচি ২০১৯ ইং পালন করা হয়। সীমাবাড়ী মহিলা কলেজ মাঠে বিভিন্ন প্রজাতির ফল,ফুল,ঔষধীও কাঠ জাতীয় চারা রোপণ করা হয়। উক্ত কর্মসূচির প্রধান অতিথি ছিলেন আলোকিত বগুড়ার নির্বাহী পরিচালক এ্যাডভোকেট ফেরদৌসি আক্তার রুনা।
এছারাও ছিলেন সীমাবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি ফরিদুল ইসলাম আকন্দ (প্রধান শিক্ষক, বেটখৈর উচ্চ বিদ্যালয়), সম্পাদক কাজী মুহাম্মদ আলমগীর হোসাইন, সহ-সভাপতি হেলাল উদ্দিন, ডাঃ খোরশেদ আলম, আঃ হামিদ (সহকারী শিক্ষক), প্রভাষক আঃ রউফ শামীম, সহ-সম্পাদক শাহজামাল বাবলু (সহকারী শিক্ষক), কোষাধ্যক্ষ হাবিবুর রহমান বিএসসি, দেলবার হোসোন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইমরুল কায়েস, আলহাজ আলতাফ হোসাইন, মুক্তিযোদ্ধা আসাদুল ইসলাম, এ্যাড: কোহিনূর খানম, ফরেস্ট চাঃ জোনের জোনাল ইঃ আনোয়ার হোসোন, মহিলা কলেজের অধ্যক্ষ সাবিনা বেগম, সমাজ সেবক শামীম কামাল সরকার, মুক্তজিবনের সুমন সরকার, আওয়ামীলীগনেতা আবু সহ সকল সীমাবাড়ী ইউনিয়নের ও কেন্দ্রিয় কমিটির সদস্য।