সিংড়ায় পল্লীশ্রী উন্নয়ন সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান
নাটোরের সিংড়ায় ছাতার দিঘী ইউনিয়নের ছাতার বাড়ীয়া গ্রামে আইসিটি প্রতিমন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপির পৃষ্ঠপোষকতায় পল্লী শ্রী উন্নয়ন সংস্থার উদ্যোগে
বৃক্ষরোপণ অভিযান ২০১৯ উপলক্ষে লাগালে একটি গাছ, নির্মল পরিবেশ, থাকবে বারো মাস এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে চৌগ্রাম ইউনিয়নে বৃক্ষ রোপন কর্মসূচি শুরু করেছে এই সংগঠনটি।
শুক্রবার সকাল ১১ টায় ছাতারবাড়িয়ায় আনুষ্ঠানিক ভাবে বৃক্ষ রোপন অভিযান শুরু করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পল্লী শ্রী উন্নয়ন সংস্থার সভাপতি শ্রী রঞ্জিত কুমার, ছাতারদিঘী ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন আকন্দ, এস এম শাহজাহান আলী, সভাপতি ১১ নম্বর ছাতারদিঘী ইউনিয়ন আওয়ামী লীগ। এছাড়াও উপস্থিত ছিলেন কালীগঞ্জ কারিগরি স্কুল এন্ড কলেজ সকল শিক্ষকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সিংড়া প্রতিনিধি