বগুড়ার শেরপুরে ব্যবসায়ীকে হত্যা করে খামারের গরু-খাঁসি লুটে নিল দুর্বৃত্তরা
বগুড়ার শেরপুরে গরু ও চাতাল ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে ওই ব্যবসায়ীকে হত্যা ও তার স্ত্রীকে পিটিয়ে আহত করে বড় আকারের তিন ষাঁড় গরু, দুইটি খাঁসি ও নগদ টাকাসহ প্রায় তিন ভরি স্বর্ণালংকার লুটে নিয়েছে দুর্বৃত্তরা। নিহত ওই ব্যবসায়ীর নাম মো. শাহজাহান আলী (৬০)। এছাড়া উক্ত ঘটনায় গুরুতর আহত স্ত্রী মেরিনা বেগমকে (৫০) উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে।
শুক্রবার দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ভবানীপুর বাজার সংলগ্ন খুদি সাহার পুকুরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী জানান, প্রায় সাত বছর আগে ধুনট উপজেলার চিকাশি ইউনিয়নের হটিয়ারপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে শাহজাহান আলী তার স্ত্রী মেরিনা বেগমকে নিয়ে শেরপুর উপজেলায় আসেন এবং ভবানীপুর বাজার সংলগ্ন এলাকায় অলিউদ্দিনের মালিকাধীন চাতাল ও বাড়ি ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। চাতাল ব্যবসার পাশাপাশি গরু-ছাগল ব্যবসার সঙ্গেও যুক্ত। এজন্য তারা বাড়িতে খামার গড়ে গরু ও ছাগল পালন করে থাকেন। এরই ধারাবাহিকতায় আসন্ন কোরবানি ঈদকে ঘিরে বিক্রির উপযোগী তিনটি বড় আকারের ষাঁড় গরু ও তিনটি খাঁসি তাদের খামারে ছিল। তবে ধান-চালের ব্যবসায় মন্দার কারণে বেশকিছুৃদিন ধরেই চাতাল বন্ধ রেখেছেন বলে তারা জানান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন আহত মেরিনা বেগম জানান, রাত তখন দুইটা আড়াইটার মতো হবে। অজ্ঞাত দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে। তখন তারা ঘুমিয়ে ছিলেন। পরে ঘুমের ঘরে স্বামী শাহজাহান আলীর হাত-পা বেঁধে ফেলে দুর্বৃত্তরা। এতে কে কে বলে চিৎকার দিয়ে উঠলে তার শরীরে চাকু দিয়ে আঘাত করা হয়। এতেও স্বামী নড়াচড়া করতে থাকলে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। এদিকে স্বামীর গোংড়ানির শব্দে ঘুম ভেঙে যায় তাঁর। তৎক্ষনাৎ দুর্বৃত্তরা মেরিনাকে পেটাতে থাকে। এতে তিনি আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে যান। এই সুযোগে তার গলায় থাকা সোনার চেইন, কানের দুল, নাক ফুল খুলে নেয়। ঘরে সবকিছু তছনছ করে বেশ কিছু নগদ টাকা ও সবমিলে প্রায় তিন ভরি স্বর্ণালংকার লুটে নেয় দুর্বৃত্তরা।
পরে কোরবানি ঈদে বিক্রির উপযোগী খামারে থাকা তিনটি বড় আকারের ষাঁড় গরু ও দুইটি খাঁসি লুট করে নিয়ে যায় তারা। পরে আজ শনিবার ভোররাতে প্রতিবেশীরা ঘটনাটি টের পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং আহত মেরিনাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করে দেয়।
এ প্রসঙ্গে জানতে চাইলে শেরপুর থানার পুলিশ পরিদর্শক ( ওসি তদন্ত) বুলবুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে ব্যাপক পুলিশি তৎপরতা চলছে। পাশাপাশি নিহতের লাশ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া উক্ত ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হবে জানান পুলিশের এই কর্মকর্তা।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি