আত্রাইয়ে গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত
নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আহবানে জাতীয় পর্যায়ে শ্রীমদ্ভগবদ্ গীতা পাঠ প্রতিযোগিতার অংশ হিসাবে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।অ
আজ শনিবার সকালে আহসান উল্লাহ সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আত্রাই উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সত্যেন চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক বরুন কুমার সরকার, যুগ্ম-সাধারন সম্পাদক তপন কুমার সরকার, উত্তম কুমার সাহা, তাপস কুমার পাল, বাবলু কুমার, শেখর কুমার সরকার, রামকৃষ্ণ পাল, লক্ষন কুমার পাল প্রমুখ।
এতে বিচারক মন্ডলীর দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক পরিতোষ চন্দ্র সাহা, প্রধান শিক্ষক সনৎ কুমার প্রামানিক, অধ্যক্ষ উজ্জল কুমার সান্যাল।
প্রতিযোগিতায় ক- গ্রুপ থেকে হিল্লোল সরকার তুর্য্য, খ-গ্রুপ থেকে জয় কুমার এবং গ-গ্রুপ থেকে আকাশ কুমার পাল প্রথম স্থান অধিকার করে।

আত্রাই(নওগাঁ) প্রতিনিধি