প্রকাশিত : ২৭ জুলাই, ২০১৯ ২১:১০

পত্নীতলায় আওয়ামী সেচ্ছাসেবকলীগের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নওগাঁ প্রতিনিধি
পত্নীতলায় আওয়ামী সেচ্ছাসেবকলীগের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নওগাঁর পত্নীতলা উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা কর্মসুচির মধ্যে দিয়ে পালিত হয়েছে।২৭ জুলাই শনিবার বেলা ১০টায় নজিপুর পৌর ও পত্নীতলা উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আয়োজনে উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সামসুল হকের আহবানে ও নজিপুর পৌর পৌর আওয়ামী সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক নয়ন কুমারের নেতৃত্বে উপজেলা দলীয় কার্যালয় হতে শুরু হয়ে নজিপুর পৌর শহরের প্রধান-প্রধান সড়ক আনন্দ শোভাযাত্রা প্রদক্ষিণ করে।

পরে উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গৌতম ঘোষের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক চৌধুরী, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও নজিপুর পৌরসভার সাবেক মেয়র ও সমাজসেবক বীরমুক্তিযোদ্ধা আমিনুল হক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজাদ রহমান, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বজলুর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা প্রমুখ। এসময় উপজেলা ও নজিপুর পৌর এবং বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামীলীগ, মহিলা যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

উপরে