কাহালুতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে শনিবার বিকেলে বগুড়ার কাহালু উপজেলা শাখার আয়োজনে এক আনন্দ র্যালী বের করে। আনন্দ র্যালী শেষে কাহালু উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কাহালু উপজেলা শাখার আহবায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ, পাইকড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পাইকড় ইউ পি চেয়ারম্যান মিটু চৌধুরী, আওয়ামীলীগনেতা শাহজাহান আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কাহালু উপজেলা শাখার যুগ্ম আহবায়ক রুহুল আমিন, সাজেদুর রহমান (খোকন), কাহালু পৌর শ্রমিকলীগের আহবায়ক সুমন সরদার, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কাহালু পৌর শাখার সভাপতি রাগিবুল হাসান (রাগিব), স্বেচ্ছাসেবক লীগনেতা রেজাউল ইসলাম সহ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।