বগুড়ার শেরপুরে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনাসভা
_PIC-27.07_.2019-1_.jpg)
‘নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ্য থাকি,এই শ্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুর উপজেলায় মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনাসভা করা হয়েছে।আজ শনিবার (২৭জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের স্থানীয় গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখের সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ মজিবর রহমান মজনু, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ-জামাল সিরাজী, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ মুনসী সাইফুল বারী ডাবলু, কৃষি কর্মকর্তা সারমিন আক্তার, স্বাস্থ্য কর্মকর্তা ডা. এমএ কাদের, অধ্যক্ষ আব্দুল হাই বারী, শিক্ষক সমিতির নেতা আব্দুল মতিন চৌধুরী, আ.লীগ নেতা সুলতান মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা অংশ নেন। সভায় বক্তারা ডেঙ্গু জ্বর সম্পর্কে আতঙ্কিত না হওয়ার আহবান জানিয়ে বলেন, এই রোগ মোকাবেলা সবধরণের প্রস্তুতি রয়েছে। তাই কেউ আক্রান্ত হলে স্থানীয় সরকারি হাসপাতালে যাবেন। প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হবে। এই বিষয়টি সবাইকে জানাতে হবে। তবে এই মশার যেন জন্ম না হয়, সেজন্য বাসা-বাড়ির চারপাশে অপরিস্কার ঝোপ-জঙ্গল, জলাবদ্ধতা নিজ দায়িত্বে পরিস্কার করার আহবান জানান বক্তারা।