হিলি স্থলবন্দরে উত্তরা ট্রান্সপোর্টের যাত্রা শুরু

বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর দিনাজপুরের হিলি স্থলবন্দরে উত্তরা ট্রান্সপোর্ট এজেন্সীর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় হিলি পানামা পোর্ট লিংক এর ২ নং গেটের সামনে উত্তরা ট্রান্সপোর্টের নিজস্ব কার্যালয়ে উক্ত ট্রান্সপোর্টের সভাপতি এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে ট্রান্সপোর্টের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হাকিমপুর প্রেসকাবের সভাপতি মোস্তাফিজার রহমান মিলন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,প্রেসকাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু,উত্তরা ট্রান্সপোর্টের সাধারণ সম্পাদক ইমারুল ইসলাম,বিশিষ্ঠ ব্যবসায়ী মিঠু,উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোহাসিন আলী,পৌর ছাত্রলীগের সভাপতি তারিকুল ইসলাম,ট্রান্সপোর্টের কোষাধক্ষ মিলটন,বাংলা টিভির হিলি প্রতিনিধি কুদ্দুস আলী,মানবকন্ঠ পত্রিকার হিলি প্রতিনিধি মুশা, সাবাদিক মোসলেম উদ্দিনসহ উত্তরা ট্রান্সপোর্টের সকল সদস্য বৃন্দ। উপস্থাপনায় ছিলেন,উত্তরা ট্রান্সপোর্টের সদস্য হেবল।