বীরমুক্তিযোদ্ধা কমরেড আব্দুস সালামের মৃত্যুতে ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদ শোকাহত
বাংলাদেশ রেল শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সাবেক সভাপতি, একাধিক গ্রন্থের লেখক বীরমুক্তিযোদ্ধা কমরেড আব্দুস সালাম আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
শনিবার রাত সাড়ে ৯টায় নিজ বাসস্থান সৈয়দপুর শহরের সাহেবপাড়ায় তিনি দেহত্যাগ ত্যাগ করেন। তিনি সারাজীবন শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করে গেছেন। রেলের উন্নয়ন ও শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত করতে সারা জীবণ আন্দোলন করেছে। সংগ্রামী জননেতার প্রয়াণে ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদ গভীর শোকাহত ।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও বগুড়া জেলা সংসদের সভাপতি ছাত্রনেতা নাদিম মাহমুদ, জেলার সহ- সভাপতি মিঠুন পাল, আয়েন উদ্দীন, শাওন পাল, আকতার-উজ-জামান টুটুল, বিপুল পাল, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক সাগর পারভেজ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সুজয় কুমার পাল, স্কুল সম্পাদক শ্যামল কবিরাজ, ক্রিড়া সম্পাদক ছাব্বির হোসেন, সাংস্কৃতিক সম্পাদক শিশির ইসলাম,সমাজ কল্যাণ সম্পাদক পবিত্র কুমার মাহাতো, সদস্য নাইম ইসলাম, সরকারি আজিজুল হক কলেজ সংসদের সভাপতি পিয়াস মোদক, সাংগঠনিক সম্পাদক শুভ কুমার দে, সরকারি শাহ সুলতান কলেজ শাখার সভাপতি মো: সোহানুর রহমান, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, পলিটেকনিক শাখার আহ্বায়ক প্রনতি ভূষণ সোহাগ, যুগ্ন আহ্বায়ক আব্দুল মজিদ, সাংস্কৃতিক ইউনিয়নের আহ্বায়ক আরমানুর রশিদ আকাশ, যুগ্ন আহ্বায়ক সঙ্গীতা সরকার, চপল সাহা, প্রমিতা বড়ুয়া,সদস্য মনিরা সুলতানা, কাহালু উপজেলা শাখার আহ্বায়ক মহিন্দ্র চন্দ্র, যুগ্ন আহ্বায়ক পলাশ, ধুনট উপজেলা শাখার আহ্বায়ক সোহাগ, যুগ্ন আহ্বায়ক ফজলুর রহমান, সারিয়াকান্দি উপজেলা সংসদের সভাপতি ফাইন মিয়া, সাধারণ সম্পাদক সাম্য সাগর সাহা, গোকুল ইউনিয়নের আহ্বায়ক সোহেল রানা, যুগ্ন আহ্বায়ক ফেরদৌস , রুহুল, বউবাজার শাখার সাধারণ সম্পাদক মনসুর আলী, কলোনী শাখার আহ্বায়ক রাইসুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অজয়, সোহান, তারেক, সাতমাথা শাখার আহ্বায়ক নিয়ামুল ইসলাম তরফদার আকিব, যুগ্ন-আহ্বায়ক মেহেদী হাসান, মুহায়মিনুল ইসলাম ইমণ সহ বগুড়া জেলার ছাত্র ইউনিয়নের সকল নেতাকর্মী।