হিলি সীমান্তে নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ আটক ১
_(1).jpg)
দিনাজপুরের হিলি সীমান্তে মাদক বিরোধী অভিযানে ১৪৫ বোতল ফেন্সিডিলসহ এক যুবককে আটক করেছে হিলি-১১ আনসার ব্যাটালিয়ন সদস্যরা।
আটককৃত আসামী হাকিমপুর উপজেলার ধরন্দা ফকিরপাড়া গ্রামের রানা মিয়ার ছেলে ফেরদৌস (২২)।
হিলি-১১ আনসার ব্যাটালিয়নের পরিচালক আব্দুল মজিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদকের বড় একটি চালান পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে এফইসি মজিবর রহমানের নেতৃত্বে রোববার (২৮ জুলাই) ভোর রাত থেকে সকাল পর্যন্ত রাস্তায় ওতপেতে থাকে। পরে সকালে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন ব্যাটালিয়ন ক্যাম্পের পিচনের রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।
এসময় তার মাথায় থাকা বস্তা থেকে ১৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে আটককৃত যুবককে প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে ফেন্সিডিলসহ হাকিমপুর থানায় সোর্পদ করা হয়েছে।