নন্দীগ্রামে সাবরেজিষ্ট্রারের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগে তদন্ত আজ

বগুড়ার নন্দীগ্রাম আজ সোমবার সাবরেজিষ্ট্রারের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগে তদন্তে মাঠে নেমেছে আরেক সাবরেজিষ্ট্রার রিপন চন্দ্র মন্ডল। তিনি কি পারবেন? সঠিক তদন্ত করে অতিরিক্ত উৎকোচ গ্রহণকারী সাবরেজিষ্ট্রার মোঃ নাজমুল হকের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করতে। না বিষয়টি বিভিন্ন খাতে প্রভাবিত করবেন। এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভোক্তভোগিদের মাঝে। গত ১৯-০৭-২০১৯ইং তারিখে দৈনিক করতোয়া পত্রিকায় নন্দীগ্রাম সাবরেজিষ্ট্রার মোঃ নাজমুল হকের বিরুদ্ধে অনিয়ম ও দূনীতির অভিযোগে খবর প্রকাশ হয়। এরই আলোকে জেঃ রেজিঃ কাঃ বগুড়া/৩৮১নং স্বারকে ধুনট সাবরেজিষ্ট্রার রিপন চন্দ্র মন্ডলকে অভিযুক্ত সাবরেজিষ্ট্রার বিরুদ্ধে তদন্তের দায়িত্ব প্রদান করেছেন। তিনি গত ২১ জুলাই ১৮৫নং স্বারকে নন্দীগ্রাম উপজেলা সাবরেজিষ্ট্রারসহ ২১জনকে এই তদন্ত কাজে সহযোগিতার জন্য আজ সোমবার উক্ত সাবরেজিষ্ট্রার কার্যালয়ে উপস্থিতি থাকার জন্য আহবান জানিয়ে চিঠি পাঠিয়েছেন । উল্লেখ্য গত ২ জুলাই এই উপজেলার সর্বস্তরের জনগণ সাবরেজিষ্ট্রা মোঃ নাজমুল হকের বিরুদ্ধে অতিরিক্ত উৎকোচ গ্রহন বন্ধের দাবীতে মানবন্ধন কর্মসূচী পালন করেন।এরপর গত ১৮ জুলাই দুদক দূর্নীতি দমন কমিশন (দুদক)বগুড়া অঞ্চলিক অফিসের একটি টিম ওই সাবরেজিষ্ট্রটি অফিসে অভিযান চালায়। এই অভিযান চালিয়ে কোন প্রতিকার হয়নি বলে ভোক্তভোগিরা এ প্রতিবেদকে এমনটি জানিয়েছেন। নাম প্রকাশ না করা শর্তে কয়েকজন দলিল লেখক বলেন,তার খুটিঁ অনেক জোর।এইসব তদন্ত ও দুদকের অভিযানে কোন কিছুই হবে না।