বগুড়ার শেরপুরে বাস চাপায় প্রাণ গেল ভ্যান চালকের

বগুড়ার শেরপুরে বাস চাপায় এক অটোভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ওই ভ্যান চালকের নাম মো. গোলাম মোস্তফা (২৬)। তিনি উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইটালী গ্রামের মো. হাবিল উদ্দীনের ছেলে।আজ রোববার (২৮জুলাই) দুপুরের পর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আতোয়ার রহমান এই তথ্য নিশ্চিত করে জানান, চালক মোস্তফা অটোভ্যান নিয়ে মহাসড়কের পশ্চিমপাশ থেকে পূর্বপাশে যাচ্ছিলেন। এসময় ঢাকাগামী অজ্ঞাত পরিচয়ের একটি দ্রুতগামী বাস তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন বলে এই পুলিশ কর্মকর্তা জানান।
সংশ্লিষ্ট সংবাদ: বগুড়া,শেরপুর,বাস চাপা,মৃত্যু
১৫ মে, ২০১৯
১৬ মে, ২০১৯
১৬ মে, ২০১৯
১৮ মে, ২০১৯
১৯ মে, ২০১৯