সারিয়াকান্দিতে গুজবের বিরুদ্ধে স্বচেনতা মূলক আলোচনা সভায় বক্তব্য রাখেন ওসি আল আমিন

বর্তমান দেশব্যাপী সাধারন মানুষের মাঝে চলমান রয়েছে ছেলেধরা ও মাথা কাটার আতংক। এই নিয়ে অনেক হতাহতের খবর পাওয়াগেছে সারাদেশে। তাই এই গুজব থেকে সাধারন মানুষকে বেরকরে আনতে এবং আইর শৃঙ্খলা পরিস্থিতি সাভাবিক রাখতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে স্বচেতনতা মুলক সমাবেশের আয়োজন করছে সারিয়াকান্দি থানা পুলিশ।
রবিবার সকালে সারিয়াকান্দি চন্দনবাইশা ডিগ্রী কলেজে আয়োজিত এক সভায় বক্তব্য রাখেন সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ আল আমিন। এসময় তিনি বলেন- আসলে মাথা কাটা এবং ছেলে ধরা একটি গুজব। একটি গোষ্টী দেশের শান্তি এবং শৃঙ্খলা নষ্ট করার পায়তারা করছে। যাতেকরে এদেশের মানুষের সাভাবিক জীবন যাত্রা ব্যাহত হয়। কেই এই ধরনের কথা রটালে এবং কাইকে সন্দেহ হলে আপনারা পুলিশ কে খবর দিন আমরা তদন্ত করে তার বিরুদ্ধে ব্যাবস্থা নিবো। আপনাদের কাউকে অপরাথী মনে হলে তাকে গন-পিটুনি দিয়ে আইন নিজের হাতে তুলে নিবেন না, এটা অপরাধ।
এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যা শহিদুল ইসলাম, বগুড়া জেলা পরিষদের সদস্য আনছার আলী, এস আই সুব্রত কুমার, মোস্তাাফিজার রহমান সহ কলেজের অন্যান্য শিক শিার্ধী ও সূধীজন। এর আগে সারিয়াকান্দি ডিগ্রি কলেজ, মহিলা কলেজ, বালক উচ্চ বিদ্যালয় সহ বেশ কয়েকটি শিা প্রতিষ্ঠানে ও প্রতিষ্ঠানের অভিভাবকদের নিয়ে স্বচেতনতা মূলক সমাবেশের আয়োজন করে সাইরয়াকান্দি থানা পুলিশ।