জাতীয় শোক দিবস উপলক্ষে মেহেরপুরে প্রস্তুতি সভা

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে মেহেরপুরে প্রস্তুতি সভা করেছে জেলা প্রশাসন। রবিবার বিকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আতাউল গনি। সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, অতিরিক্ত পুলিশ সুপার হাসিব, জেলা জজ আদালতের পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য, উপজেলা চেয়ারম্যান এ্যাড. ইয়ারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হামিদ, সাধারন সম্পাদক এম এ খালেক, যুগ্ম সাধারন সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আলামিন ধুমকেতু , জেলা তথ্য অফিসার মোহম্মদ আলী, জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সেলিম, জেলা শিল্পকলা একাডেমির সহ সভাপতি সাইদুর রহমান, পাসপোর্ট অফিসের কর্মকর্তা কাজী ফাহাদুর রহমান প্রমূখ। এসময় সেখানে সরকারী কর্মকর্তা ও জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হবে। জাতির জনক শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর আলোচনা সভা শুরু হয়। এছাড়া ঐ দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে স্বেচ্ছায় রক্তদান, চিত্রাঙ্গন প্রতিযোগীতা, জেলার সকল মসজিদ, মন্দির ও গির্জায় জাতির জনকের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হবে এসকল বিষয় নিয়ে আলোচনা করা হয়।বিভিন্ন কর্মসূচী হাতে নেয়া হয়।