বিরামপুর ৭’শ ফলদ চারা বিতরণ

বিরামপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে তিনদিন ব্যাপি বৃক্ষ মেলা উপলক্ষে উপজেলার ৮টি প্রতিষ্ঠান, মেলার দর্শনার্থী ও সুধিজনদের মাঝে ৭শ’ ফলদ চারা বিতরণ করা হয়েছে।
মেলার উদ্বোধনী দিনে চারা বিতরণের উদ্বোধন করে দিনাজপুর-৬ আসনের এম,পি শিবলী সাদিক। চারা বিতরণের সমাপনী দিনে কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিকছন চন্দ্র পালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু প্রমূখ।
সংশ্লিষ্ট সংবাদ: বিরামপুর, চারা বিতরণ
৮ সেপ্টেম্বর, ২০১৯