পোরশায় শেষ মুহুর্তে জমে উঠেছে আশ্বিনা আমের বাজার

নওগাঁর বরেন্দ্র অঞ্চল পোরশায় শেষ মুহুর্তে জমে উঠেছে আশ্বিনা আমের বাজার। ল্যাংড়া, খিরশাপাত, ফজলী ও রুপালী আম গাছ থেকে নামানো শেষ করা হয়েছে। এখন চলছে আশ্বিনা আম নামানো। বাজারে জমে উঠেছে আশ্বিনা আমের বেচা-কেনা। ভাল দাম পেয়ে লাভবান হচ্ছেন আমচাষী ও ব্যবসায়ীরা। এবছর প্রত্যাশার চাইতে অনেক বেশি দামে আম কেনা-বেচা হয়েছে বলে জানাগেছে। পুষিয়ে যাবে বিগত বছরের লোকশান। বাজারে বর্তমানে আশ্বিনা আম বিক্রি হচ্ছে প্রতি মণ আড়াই হাজার টাকা থেকে ৩হাজার টাকা পর্যন্ত। গত বছর এ আম বেচা-কেনা হয়েছে মাত্র ১২ থেকে ১৫শ টাকা মণ দরে ।
উপজেলার চকবিষ্ণপুর গ্রামের আম ব্যবসায়ী আব্দুল হাকিম জানান, অন্যান্য বছরের তুলনায় এবছর আমের বাজার বেশ ভালো। আমরা কখনো আশা করতে পারিনি যে, আশ্বিনা আম ৩হাজার টাকা মন বিক্রি করতে পারবো। বিগত দিনে আমের দাম না পাওয়ায় অনেক আম চাষী পানির দামে গাছে-পাতে আম বিক্রি করেছে। অল্প দামে বাগান কিনে অনেক ব্যবসায়ী এবার লক্ষ লক্ষ টাকা লাভ করেছে। একই গ্রামের ক্ষুদ্র আম ব্যবসায়ী জহরুল ইসলাম জানান, আগের বছরের চেয়ে এবছর আমের চাহিদা ভালো থাকায় আমের দাম বেশি পাওয়া যাচ্ছে। বাইরের ক্রেতা এসে আম কেনায় বাজার বেশ চাঙ্গা রয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজ আলম জানান, অন্যান্য বছরের চেয়ে এবছর আমের দান অনেক বেশি। এতে চাষীরা ভাল লাভবান হচ্ছেন। পাশাপাশি চাষীরা নতুন করে আরও আমবাগান তৈরির কথাও চিন্তা করছেন।