বগুড়ার কাহালুতে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

‘‘পরিকল্পিত ফল চাষ, যোগাবে পৃষ্টি সম্মত খাবার’’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সোমবার বগুড়ার কাহালু উপজেলা পরিষদ সভাকে ৩ দিনব্যাপী ফলদ বৃমেলার উদ্বোধনী অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাছুদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রশিদ (লালু), রওশন আকতার, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাহালু উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আখেরুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ মোশারফ হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ হাসান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ইরিনা মৌসুমী, উপজেলা সমবায় অফিসার মির্জা জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর আলম, উপজেলা সামাজিক বনায়ন নার্সারী কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সামছুল আলম. উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ধীমান ভূষন, কাহালু সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ এ বি এম হাফিজুর রহমান, কাহালু মডেল প্রেসকাবের সভাপতি ইউনুস আলী টনি, সাধারণ সম্পাদক এম এ মতিন, উপজেলা উপ-সহকারি উদ্ভিদ সংরণ অফিসার মাসুদ রানা, উপ-সহকারি কৃষি অফিসার তপন কুমার রায়, আব্দুল জলিল, শফিকুর রহমান, মহিবুল ইসলাম, কাহালু সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব এফ এম এ ছালম, কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল উদ্দিন সহ কৃষি অফিসের অন্যান্য উপ-সহকারি কৃষি অফিসারবৃন্দ।