কাহালুর আল্লামের তাকিয়া হাইস্কুল ও কলেজে “ছেলে ধরা গুজব” সর্ম্পকে সচেতনামূলক লিফলেট বিতরন

বগুড়ার পুলিশ সুপার এর নির্দেশনায় ও কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি)’র সার্বিক তত্ত্বাবধানে সোমবার কাহালুর আল্লামের তাকিয়া হাইস্কুল ও কলেজে “ছেলে ধরা গুজব, ইভটিজিং, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্য বিবাহ নিরোধ ও মাদক দ্রব্যের কুফল” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আল্লামের তাকিয়া হাইস্কুল ও কলেজের সভাপতি ও দূর্গাপুর ইউ পি চেয়ারম্যন বদরুজ্জামান খান বদের। আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে কাহালু থানার সেকেন্ড অফিসার ডেভিড হিমাদ্রী বর্মা বলেন, সম্প্রতি দেশে “ছেলে ধরা গুজব” রটিয়ে এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল ঘোলা পানিতে মাছ শিকার করার অপচেষ্টায় লিপ্ত আছে। এটি সম্পূর্ণরুমে একটি গুজব,এ গুজবের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে।
গুজবে বিভ্রান্ত হয়ে ছেলে ধরা সন্দেহে কাউকে গণপিটুনি দিয়ে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। যদি কেহ এ অপপ্রচারে লিপ্ত হন তাদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, নৈতিক ও ধর্মীয় শিক্ষা সামাজিক অবক্ষয় রোধ করতে পারে। তাই পাঠ্যসূচীর বাহিরেও আমাদের জ্ঞান অন্বেষন করতে হবে। সভায় ইভটিজিং, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্য বিবাহ নিরোধ ও মাদক দ্রব্যের কুফল” সর্ম্পকে বিস্তারিত আলোচনা করেন তিনি। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আল্লামের তাকিয়া হাইস্কুল ও কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান মন্ডল, কাহালু থানার এ এস আই জুয়েল প্রমূখ। আলোচনা সভায় সঞ্চালক ছিলেন আল্লামের তাকিয়া হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক টি এম ফেরদৌস আলম। আলোচনা সভায় উপস্থিত ছিলেন অত্র হাইস্কুল ও কলেজের শিক্ষক/শিক্ষিকা এবং ছাত্র/ছাত্রীবৃন্দ। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে ছেলে ধরা গুজব সর্ম্পকে সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়।