পঞ্চগড়ে স্কুলের ফুল বাগানের দেয়াল চাপায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী নিহত

পঞ্চগড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফুল বাগানের দেয়াল ধসে মিলা আক্তার নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে।আজ সোমবার দুপুর পৌনে ১২টার দিকে পঞ্চগড় ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী মিলা আক্তার পঞ্চগড় পৌর এলাকার মিলগেট এলাকার আনোয়ার হোসেন লিটনের মেয়ে।জানা গেছে, শিক্ষার্থীরা স্কুলের মাঠে খেলা করার সময় শ্রেণিকরে সামনেই ফুল বাগানের দেয়াল ধসে পড়ে। এতে গুরুত্বর আহত হয় মিলা নামের ওই শিশুটি। তাৎণিক তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় অভিভাবক ও স্থানীয়রা ওই বিদ্যালয়ে গিয়ে বিক্ষোভ করে শিক্ষকদের অবরুদ্ধ করে রাখেন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় স্কুলের শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, ঘটনার বিস্তারিত খুঁটিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন বলেন, এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসককে আহ্বায়ক করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।