বীরগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
_.jpg)
দিনাজপুরের বীরগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.ইয়ামিন হোসেনের সভাপতিত্বে ২৮ জুলাই রোববার বিকালে বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুননেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা- ২০১৯ সমাপনী ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ নাজিমুদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক এমপি মো.আমিনুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা প্রাথমিক শিা অফিসার মো.এরশাদুল হক।এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.শামীম ফিরোজ আলম, বীরগঞ্জ উপজেলা যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো.ইয়াসিন আলী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সারোয়ার মোর্শেদ, জেলার পরিষদের নব-নির্বাচিত সদস্য আতাউর রহমান বাবু, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাকিলা পারভিন সহ বীরগঞ্জ উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিকগন। ফাইনাল খেলায় ঝাড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় বালকদল ও দক্ষিণ পলাশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকাদল বিজয়ী হয়।