বোচাগঞ্জ উপজেলা চেয়ারম্যান এ্যাড. জুলফিকারের বঙ্গবীর জেনারেল ওসমানী গোল্ডেন এ্যাওয়ার্ড লাভ
জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, দিনাজপুর জেলা জাপার যুগ্ন সাধারন সম্পাদক, বোচাগঞ্জ উপজেলা চেয়ারম্যান এ্যাড. জুলফিকার হোসেন বঙ্গবীর জেনারেল ওসমানী গোল্ডেন এ্যাওয়ার্ড-২০১৯ লাভ করেছেন।রাজধানী ঢাকার একটি অভিজাত রেষ্টুরেন্টে ২৭ জুলাই শনিবার রাতে আলোকিত বাংলার মুখ ফাউন্ডেশন আয়োজিত আদর্শ জাতি গঠনে শিক্ষাবিদ ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা, গুণীজন সম্মাননা-২০১৯ এ তাঁকে এ সম্মাননায় ভূষিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক শিক্ষামন্ত্রী ও ১৪ দলের কেন্দ্রীয় নেতা শেখ শহীদুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন আহমেদ। বিচারপতি সৈয়দ আবু কাওসার মোঃ দবিরুস্বানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন আলোকিত বাংলার মুখ ফাউন্ডেশনের উপদেষ্টা মুহাম্মদ আতা উল্লাহ খান।
আলোকিত বাংলার মুখ ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক এম এইচ আরমান চৌধুরীর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জাকরিয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. বিকিরন প্রসাদ বড়–য়া, বিশিষ্ট রাজনীতিবিদ, মানবাধিকার সংগঠক ও উপজেলার চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, আন্তর্জাতিক অপরাধ তদন্ত সংস্থা শাখার উপ-পুলিশ কমিশনার কবি নুরুল ইসলাম বিপিএম।অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আলোকিত বাংলার মুখ ফাউন্ডেশনের সভাপতি শাহ আলম চুন্নু এবং স্বাগত বক্তব্য রাখেন সহ-সভাপতি গোবিন্দলাল সরকার।

দিনাজপুর প্রতিনিধি