দুপচাঁচিয়ার মোস্তফাপুরে ছেলেধরা গুজব প্রতিরোধে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

সারা বাংলাদেশে ছেলেধরা গুজব সহ জঙ্গীবাদ, সন্ত্রাস, মাদক, ইভটিজিং, বাল্য নিয়ে প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দুপচাঁচিয়া থানা পুলিশের সার্বিক তত্বাবধানে আজ সোমবার সকালে দুপচাঁচিয়ার মোস্তফাপুর আছির উদ্দিন চিশতী মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্কুল ও কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ রুবেলের সভাপতিত্বে ও প্রভাষক কুতুব সাহাব উদ্দিন বাবুর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান,এসআই আব্দুস সালাম, সহকারী অধ্যাপক রফিকুল আলম, মোকছেদুর রহমান, নাইজুল ইসলাম, জেসমিন আরা ঝর্ণা, সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, প্রভাষক মোসফিকুর রহমান সবুজ, সিনিয়র সহকারী শিক্ষক মঞ্জুর রশিদ, সহকারী শিক্ষক মোখলেছার রহমান, শিক্ষার্থী ছাবিনা খাতুন প্রমুখ।
এছাড়াও ইতিমধ্যে দুপচাঁচিয়া থানার পক্ষ থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক সমাবেশ করা হয়। থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান তাঁর বক্তব্যে বলেন, ছেলে ধরা গুজব রটিয়ে এক শ্রেণির স্বার্থানেশ্বী মহল ঘোলা পানিতে মাছ শিকার করার অপচেষ্টায় লিপ্ত আছেন। গুজবে কান না দিয়ে সকলকে সচেতন হওয়া সহ আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য আহবান জানান।