মেহেরপুর তুলা জিনিং করা কারখানায় ওড়না পেচিয়ে নারী শ্রমিকের মৃত্যু

মেহেরপুর বিসিক শিল্প নগরীতে তুলা জিনিং করা কারখানায় কাজ করার সময় মেশিনের ভিতর মাতার চুল পেচিয়ে দিপালী (৩০) নামের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে বিসিক শিল্প নগরীতে এ ঘটনা ঘটে। নিহত দিপালী খাতুন মেহেরপুর শহরের মিয়াপাড়ার আব্দুল হামিদের স্ত্রী। তিনি এক কন্যা সন্তানের জননী।তুলা জিনিং কারখানার এক শ্রমিক ইসমত আরা বলেন , প্রতিদিনের ন্যায় আজকেও দিপালী কাজ করছিল। দুপুরে খাওয়ার সময় আমি দিপালী আপাকে খাওয়ার জন্য বলি সে আমাকে বলে তুমি খাও আমি পরে খাচ্ছি। এরপর কারখানার ভিতর থেকে একটি শব্দ শুনতে পাই। সেখানে গিয়ে দেখি দিপালী মেঝেতে রক্তাত্ত অবস্থায় পড়ে আছে এবং তার পিছনের চুল ছিড়ে গিয়ে মেশিনের সাথে লেগে আছে। পরে আমি চিৎকার দিলে পাশের কারখানার শ্রমিকরা ছুটে এসে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসি। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা দিপালীকে মৃত ঘোষনা করেন। সেই সময় ফ্যাক্টরির কোন কর্তৃপ ছিল কিনা এ বিষয়ে জানতে চাইলে ইসমতারা বলেন, সকালে মালিক এসেছিল একবার তারপর আর ওনাকে দেখি নাই পরবর্তীতে যখন ঘটনা ঘটে তখন কেউ ছিল না ।
দিপালীর মা জানান ঘটনাটি শুনে আমি দৌড়ে চলে আসি হাসপাতালে । এসে দেখি আমার মেয়ে লাশ ঘরে পড়ে আছে। ফ্যাক্টরির কোন লোকজন এখন পর্যন্ত আসেনি। আমার খুব কষ্ট লাগছে যে মালিকপরে কোন লোক এখন পর্যন্ত আমার মেয়েটাকে দেখতে আসেনি। এ ঘটনায় দিপালীর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।এদিকে দিপালীকে হাসপাতালে রেখে পালিয়ে যায় শ্রমিকরা। এ ঘটনায় তুলা জিনিং কারখানার মালিক কুষ্টিয়ার রিপন লাপাত্তা রয়েছে। তার সাথে যোগাযোগ করতে চাইলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।এবিষয়ে সদর থানার ওসি শাহ দারা খান বলেন, ঘটনাটি শুনেছি। তবে নিহতের পরিবার থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।