বগুড়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৪৮ জন মেডিকেলে ভর্তি

বগুড়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৪৮ জন রোগী শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৪২ জন পুরুষ এবং ৬ জন নারী রয়েছে।
আজ মঙ্গলবার মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার আরিফুর রহমান তালুকদার এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, গত কয়েকদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৮৩ জন রোগী শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি হন। এদের মধ্যে ২৯ জন রোগী সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন। এছাড়াও উন্নত চিকিৎসার জন্য ৬ জন রোগীকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এদিকে শহরের ৪টি বেসরকারী ক্লিনিকে যে ৮জন রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন তারাও সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন বলে জানা গেছে।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে দিনদিন ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় আলাদা করে ২টি ওয়ার্ড খোলা হয়েছে বলে জানান হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার আরিফুর রহমান তালুকদার।
জানা যায়, ডেঙ্গু জ্বরে আক্রান্তরা বেশীর ভাগই ঢাকা থেকে তাদের শরীরে ডেঙ্গু জীবানু বহন করে এনেছেন।
এদিকে বগুড়া শজিমেক হাসপাতালে ডেঙ্গু রোগীদের সার্বক্ষণিক অবস্থা জানার জন্য চিকিৎসকদের নিয়ে ১০ সদস্যের মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।