বর্তমানে দেশে শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে সরকার: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সরকারের গৃহীত পরিকল্পনায় দেশে শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টি করা হয়েছে। শিক্ষার্থীদের বিনামূল্যে বইসহ উপবৃত্তি দেয়া হচ্ছে। নতুন নতুন কলেজ বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হচ্ছে। এখন কেবলমাত্র শিক্ষার্থীদের সঠিক শিক্ষা গ্রহণের মাধ্যমে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আগামীদিনের সৎ ও যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।
এক্ষেত্রে অভিভাবক এবং শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তিনি গতকাল সোমবার নওগাঁয় ১৬ বিজিবির তত্ত্বাবধানে পরিচালিত সীমান্ত পাবলিক স্কুলের চলতি ২০১৯ শিক্ষাবর্ষে এসএসসি, জেএসসি ও পিইসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তুহিন মো. মাসুদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বিজিবি রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল মুশফিকুর রহমান মাসুম। ওই অনুষ্ঠানে এসএসসি ৪০ জন, জেএসসি ৫৪ জন এবং পিএসসি পরীক্ষায় ৪০ জনসহ মোট ১৬৯ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়।