সিরাজগঞ্জে সেফটিক ট্যাংকে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় একটি নির্মাণাধীন বহুতল ভবনের সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন আরও এক শ্রমিক।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উল্লাপাড়া পৌর এলাকার শ্যামলীপাড়ায় এই ঘটনা ঘটে।
নিহত শ্রমিকরা হলেন- রেজাউল করিম ও আল আমিন। আহত শ্রমিক আবু হাসেমকে কাওয়াক সরকারি ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উল্লাপাড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম মোস্তফা জানান, সকাল ১০টার দিকে শ্যামলীপাড়া মহল্লার রাম চন্দ্র সাহার নির্মাণাধীন বহুতল ভবনের সেফটিক ট্যাংক পরিষ্কার করার জন্য ঢাকনা খুলে এক শ্রমিক ভেতরে যান।
এ সময় সে অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করার জন্য আরও দুই শ্রমিক ভেতরে নামেন। এতে তিনজনেই অসুস্থ হয়ে পড়েন।
খবর পেয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তিনজনকে উদ্ধার করে কাওয়াক সরকারি ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা রেজাউল করিম ও আল আমিন নামের দুই শ্রমিককে মৃত ঘোষণা করেন। আহত অন্য শ্রমিক আবু হাসেমকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।