কাহালুতে ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৪ এর উদ্বোধন

কে হবে? আজকের মিলিয়নিয়ার এই উপহারকে সামনে রেখে মঙ্গলবার বগুড়ার কাহালু মেসার্স কবির ট্রেডার্স এর পক্ষ হতে ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৪ এর বেলুন উড়িয়ে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ)।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ, কাহালু থানার সেকেন্ড অফিসার ডেভিড হিমাদ্রী বর্মা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন কাহালু থানা শাখার সভাপতি শাহাদত আলী মন্টু, কাহালুর মেসার্স কবির ট্রেডার্স এর প্রোপ্রাইটর সাগর চৌধুরী সহ মেসার্স কবির ট্রেডার্স এর সেলম্যানবৃন্দ। উদ্বোধন শেষে এক আনন্দ র্যালী কাহালু পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।