ছাদ বাগান করে প্রধানমন্ত্রীর ট্রফি পেলেন বিরামপুরের নাইস

বিরামপুরে শহরের তহমিনা নাইস ছাদ বাগান করে প্রধানমন্ত্রীর ট্রফি, নগদ টাকা ও সনদ অর্জন করেছেন।জানা গেছে, বিরামপুর রেলগেট এলাকার বাসিন্দা সাবেক উপজেলা চেয়ারম্যান ফসিউদ্দিন আহমেদের কন্যা ও বর্তমান উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজুর বোন তহমিনা নাইস তাঁর বাড়ির ছাদে ৮/১০ বছর আগে বাগান তৈরির কাজ শুরু করেন। দীর্ঘ কয়েক বছর ধরে তিনি দেশি-বিদেশি চারা সংগ্রহ করে ঐ বাগানের টবে রোপন করেন। বর্তমানে সেখানে প্রায় ২৫০ প্রজাতির ফুল, ফল, অর্কিড ও পাতা বাহারের সুদৃশ্য বাগান গড়ে উঠেছে। এই সাফল্যের কারণে বৃক্ষ রোপনে তিনি প্রধানমন্ত্রীর ট্রফি অর্জন করেছেন। গত ২৩ জুলাই বন ভবনে তাঁর হাতে ৩য় পুরস্কারের ট্রফি, নগদ ১৫ হাজার টাকা ও সনদ প্রদান করেন, বন ও পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন। এসময় সেখানে বন ও পরিবেশ মন্ত্রনালয়ের উপ-মন্ত্রী বেগম হাবিবুন নাহারসহ উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বন বিভাগের চরকাই (বিরামপুর) রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকার জানান, তহমিনা নাইস’র ছাদ বাগানের সাফল্যের কথা তুলে ধরে ইতোপূর্বে প্রতিবেদন পাঠানো হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিচার বিশ্লেষন করে তাঁকে ৩য় পুরস্কার প্রদানের জন্য নির্বাচিত করেন।