শোকের মাস উপলক্ষে বগুড়ায় আওয়ামীলীগের নানা কর্মসূচি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী ও ২১শে আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে বগুড়া জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথ ভাবে নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে। ১ আগস্ট বগুড়া জেলা যুবলীগ বেলা ১১টায় সাতমাথায় র্যালী ও সমাবেশ করবে।৬ আগষ্ট জেলা ছাত্রলীগীগের আয়োজনে বেলা ১১টায় সাতমাথায় মানবন্ধন,৮ আগষ্ট জেলা শ্রমিকলীগের উদ্যোগে বেলা ১১টায় দলীয় কার্যালয়ের সামনে শোক র্যালী ও সমাবেশ,১৫ আগস্ট বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে সকাল ৭টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সাড়ে ৭টায় বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং কালো ব্যাচ ধারণ, সকাল ৮টায় শোক র্যালী ও সমাবেশ।১৭ আগস্ট বগুড়া জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের উদ্যোগে সাতমাথায় বেলা ১১টায় রক্তদান কর্মসূচি ও আলোকচিত্র প্রদর্শনী।২১ আগস্ট বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে সকাল ৭টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সাড়ে ৭টায় বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং কালো ব্যাচ ধারণ, সকাল ৯টায় গ্রেনেড হামলা দিবস স্মরণে আলোচনা সভা।২২ আগস্ট বগুড়া বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যোগে সকাল ১০টায় কোট চত্বর থেকে শোক র্যালী ও সমাবেশ।২৪ আগস্ট বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বেলা ১১টায় সাতমাথায় শোকসভা।২৫ আগস্ট বগুড়া পৌর আওয়ামী লীগের উদ্যোগে সকাল ১০টায় দলীয় কার্যালয়ের সামনে শোক র্যালী ও সমাবেশ।২৬ আগস্ট বগুড়া জেলা ছাত্রলীগের উদ্যোগে বিকাল ৫টায় গ্রেনেড হামলা দিবসের আলোচনা সভা দলীয় কার্যালয়ে।২৭ আগস্ট বগুড়া জেলা যুব মহিলা লীগের উদ্যোগে বেলা ১১টায় দলীয় কার্যালয়ে শোকসভা।২৮ আগস্ট বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে বেলা ১১টায় দলীয় কার্যালয়ে শোকসভা।২৯ আগস্ট বগুড়া জেলা কৃষক লীগের উদ্যোগে বেলা ১১টায় দলীয় কার্যালয়ে শোকর্যালী ও সমাবেশ।৩০ আগস্ট বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বেলা ১১টায় মাটিডালী বিমান মোড়ে শোকসভা ও ৩১ আগস্ট বগুড়া জেলা তাঁতীলীগের উদ্যোগে বিকাল ৫টায় দলীয় কার্যালয়ে শোকসভা। কর্মসূচি সমূহ সফল করার জন্য সর্বস্তরের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বগুড়া জেলা আওয়ামীরীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. মকবুল হোসেন ও সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু।