বগুড়ায় বন্যা দীর্ঘায়িত হচ্ছে, বেড়েছে দুর্ভোগ

বগুড়ায় বন্যা পানি কমতে শুরু করলেও বেড়েছে বানভাসি মানুষের দুর্ভোগ। আজ বুধবার সকালে যমুনা নদীর পানি বিপদসীমার ৩৫ সেন্টিমিটার নীচে দিয়ে প্রবাহিত হলেও বাঙ্গালী নদীর পানি কমে বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি ধীরগতিতে কমার কারনে দীর্ঘায়িত বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে বলে কৃষি বিভাগ সুত্রে জানানো হয়েছে।
ফলে জেলার সোনাতলা, সারিয়াকান্দি, ধুনট, গাবতলী, শাজাহানপুর, শেরপুর উপজেলার ১৯ হাজার ৫২৬ হেক্টর জমির ফসল পানির নীচে তলিয়ে আছে। তারা আরো জানান, ১ হাজার হেক্টর রোপা আমন বীজতলা একেবারেই নষ্ট হয়ে গেছে। এছাড়া পাট সহ অন্যান্য ফসল নষ্ট হয়েছে ১৮ হাজার ৫২৬ হেক্টর জমির।
বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ জানান, যমুনা নদীর পানি দ্রুত গতিতে কমলেও বাঙ্গালীর পানি ভাটিতে করতোয়া, ফুলঝোড়, ভাটরা এবং খানপুর নদীর পানি বৃদ্ধি পাওয়ায় পানি নামতে পারছেনা। তবে এসব নদীর পানি কমতে শুরু করলে বাঙ্গালী নদীর পানিও খুব দ্রুত বিপদসীমার নীচে চলে আসবে।