দিনাজপুর বন বিভাগের ১৫০ একর জমি উদ্ধার

দিনাজপুর বন বিভাগের চরকাই (বিরামপুর) রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকার বন বিভাগের বে-দখল হয়ে যাওয়া ১৫০ একর জমি দখলমুক্ত করে সেখানে বনজ, ফলদ ও ঔষধী চারা রোপন করেছেন।
জানা গেছে, চরকাই (বিরামপুর) রেঞ্জের অধিন হরিপুর বিটের রঘুনাথপুর, বামনগড় এবং নবাবগঞ্জ বিটের বল্লবপুর ও খটখটিয়া মৌজায় বন বিভাগের বেশ কিছু জমি দীর্ঘদিন থেকে বে-দখল হয়ে যায়। জবর দখলকারীরা সেখানে বিভিন্ন ফসল আবাদ করে আসছিলেন। সামাজিক বন বিভাগের দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তা আব্দুর রহমান ঐ সকল জমি উদ্ধারের জন্য নির্দেশনা প্রদান করেন।
এ প্রেক্ষিতে নবাবগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের সহায়তায় চরকাই (বিরামপুর) রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকার বেদখল জমি উদ্ধারের অভিযানে নামেন। গত তিন বছরে তিনি রঘুনাথপুর ও বামনগড় মৌজার ১২০ একর এবং বল্লবপুর ও খটখটিয়া মৌজার ৩০ একর জমি দখলমুক্ত করে বন বিভাগের নিয়ন্ত্রণে নিয়েছেন।
বর্তমানে সেখানে সামাজিক বনায়ন কর্মসূচির মাধ্যমে এলাকাবাসীকে সম্পৃক্ত করে বিভিন্ন প্রজাতির বনজ, ফলদ ও ঔষধী চারা রোপন করে নতুন বাগান গড়ে তুলেছেন।