বিরামপুরে ৮ আসামী গ্রেফতার

বিরামপুর থানা পুলিশ, র্যাব ও বিজিবি মাদকসহ ৫ আসামীকে এবং পুলিশ ওয়ারেন্ট নামীয় ৩ আসামীকে গ্রেফতার করে বুধবার (৩১ জুলাই) দিনাজপুর কারাগারে পাঠিয়েছে।
জানা গেছে, পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে কাটলা বিহারী মোড় থেকে ৫০ বোতল ফেন্সিডিল ও মোটর সাইকেলসহ উপজেলার বিছকিনী গ্রামের ব্যবসায়ী সাখাওয়াৎ হোসেনের ছোট ভাই আঃ আহাদ ও মোফাজ্জলের পুত্র উজ্জলকে এবং ২০ পিচ ইয়াবাসহ পূর্বজগন্নাথপুর গ্রামের আঃ ছাত্তারের পুত্র এনামুল হককে গ্রেফতার করে।
এছাড়া র্যাব-১৩, হরিহরপুর গ্রামের নুরুল ইসলামের পুত্র নূর নবীকে এক হাজার ৯৭৫ পিচ বুপ্রেনরফিন ইনজেকশন ও বিজিবি চাঁদপুর গ্রামের আমির হোসেনের পুত্র আঃ বারিককে ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে। এব্যাপারে থানায় পৃথক ৪টি মামলা হয়েছে। একই সাথে পুলিশ ওয়ারেন্টভুক্ত রনি, ইমন ও ফিরোজকে গ্রেফতার করেছে।