ধামরাইয়ে ভ্যানে বাসের ধাক্কায় নিহত ৩

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে একটি দূরপাল্লার বাসের চাপায় তিনজন ভ্যান আরোহী নিহত হয়েছেন।
আজ বুধবার সকাল সাতটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সুতিপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ভ্যানচালক আব্দুল জব্বার (৭০) ও অপর দুইজন ভ্যানের যাত্রী আব্দুস সামাদ (৬৫) ও আব্দুল ফকির (৭২)। তারা দুধ বিক্রি করার জন্য যাচ্ছিলেন।
ধামরাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় আব্দুস সামাদ নামে একজন ঘটনাস্থলেই নিহত হন। অপর দুজনকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান। তাদের সবার বাড়ি উপজেলার নান্নার ইউনিয়নের ধাইরা গ্রামে।
নিহতদের মৃতদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।