জয়পুরহাটে সেপটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে শ্রমিক সহ ৬ জনের মৃত্যু

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জাফরপুর হিন্দুপাড়ায় সেপটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে শ্রমিক সহ ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৩ জন। আহতদেরকে নওগাঁ হাসপাতাল ও আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের অবস্থা আশংকাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।নিহতরা হলেন- আক্কেলপুর উপজেলার গণিপুর গ্রামের রাজমিস্ত্রি শাহিন (৪২), মুকুল হোসেন (৪০), সজল হোসেন (১৭), সিহাব হোসেন (১৫), বাড়ির মালিক জাফরপুর হিন্দুপাড়ার নিখিলের ভাই ভুট্টু চন্দ্র (৪০) ও তার ছেলে প্রীতম চন্দ্র (১৬)।
স্থানীয় সোনামুখী ইউপি চেয়ারম্যান ডিএম রাহেল ইমাম জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে জাফরপুর হিন্দুপাড়া গ্রামের নিখিলের বাড়ীর সেপটিক ট্যাংকির সাটার খুলতে যায় শ্রমিক শাহিন। এসময় সাটার খুলতেই শাহিন ট্যাংকির নিচে নেমে গিয়ে উঠতে না পারায় একে একে তারা শাহিনকে বাঁচাতে গিয়ে তারা সবাই আটকা পড়ে প্রচন্ড গ্যাসে অসুস্থ হয়। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করলে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। বাকি ৫ জনকে নওগাঁ সদর হাসপাতালে এবং আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে ২ জনের মৃত্যু হয়।