পঞ্চগড় জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ সাময়িক বহিস্কার

পঞ্চগড় জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আপেল মাহমুদকে সাময়িকভাবে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে। জেলা পরিষদ চেয়ারম্যানের পদে উপনির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
দলীয় সুত্রে জানা গেছে, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জেলা পরিষদ চেয়ারম্যান পদের উপনির্বাচনে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট দলীয় মনোনয়ন দেয়া হয়। কিন্তু দলীয় সিদ্ধান্ত না মেনে জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ বিদ্রোহী প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। পরবর্তিতে বিজয়ী চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির কাছে বিদ্রোহী পরাজিত প্রার্থী আপেল মাহমুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লিখিত অভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতে কৃষকলীগের কেন্দ্রীয় কমিটি তাকে সাময়িক বহিস্কার করে। বহিস্কারের চিঠিতে কেন্দ্রীয় কমিটির সভাপতি মোতাহার হোসেন মোল্লা স্বাক্ষর করেছেন। একই চিঠিতে জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদানের কথা উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে জেলা কৃষকলীগের সভাপতি তাজিরুল ইসলাম তাজু বলেন, আপেল মাহমুদকে বহিস্কার ও মোহাম্মদ আলীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদানের কেন্দ্রীয় চিঠি পাঠানোর কথা জেনেছি। চিঠি পেয়ে দলীয় সভা ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।তবে জেলা কৃষকলীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক আপেল মাহমুদ দাবি করেন, বহিস্কারের চিঠিটি ভূয়া। এজন্য আমি মানহানি মামলার প্রস্তুতি নিচ্ছি।