পঞ্চগড়ে লেভেল ক্রসিংয়ের দাবিতে এক ঘন্টা রেলপথ অবরোধ
_(1).jpg)
পঞ্চগড়ে লেভেল ক্রসিং স্থাপন ও গেইটম্যান নিয়োগের দাবিতে প্রায় এক ঘন্টা রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছে স্থানীয়রা।আজ বুধবার সকালে পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের নয়নীবুরুজ রেলস্টেশন এলাকায় এই কর্মসূচি পালন করে তারা। এ সময় পঞ্চগড় থেকে সান্তাহারগামী উত্তরবঙ্গ মেইল ট্রেনটি প্রায় এক ঘন্টা অবরোধ করে রাখে স্থানীয়রা। পরে রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজনের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা।
ক্ষুব্ধ স্থানীয়রা জানায়, পঞ্চগড় সদর উপজেলার ঝলই বাজার থেকে নয়নীবুরুজ রেলপথের উপর দিয়ে আমলাহার চলাচলের জন্য একটি ব্যস্তময় সড়ক রয়েছে। অথচ দীর্ঘদিনেও ওই স্থানে লেভেল ক্রসিং স্থাপন ও গেইটম্যান নিয়োগ দেয়া হয়নি। এছাড়া রেল লাইনের পশ্চিমপাশে ঘর বাড়ি থাকায় ট্রেন আসলে পথচারীরা তা বুঝতে দেখতে পান না। তাই ওই স্থানে একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে। সর্বশেষ গত ২৭ জুলাই পঞ্চগড় থেকে ছেড়ে যাওয়া পার্বতীপুরগামী পঞ্চগড় কমিউটার ডেমু ট্রেনের ধাক্কায় ওই এলাকার এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিকসহ দুই মোটর সাইকেল আরোহী নিহত হন।
মাগুড়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রধান বলেন, লেভেল ক্রসিং ও গেইটম্যান নিয়োগের দাবিতে স্থানীয়রা একটি ট্রেনকে প্রায় এক ঘন্টা অবরোধ করে রাখে। পরে আমি বিষয়টি রেলপথ মন্ত্রী মহোদয়কে জানালে তিনি লেভেল ক্রসিং নির্মাণ ও গেইটম্যান নিয়োগের আশ্বস্ত করেন। পরে তারা অবরোধ তুলে নেয়।